গাংনীতে বিএনপি থেকে জামায়াতে যোগ দিলেন দুই কর্মী

মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে বিএনপি’র দুই কর্মী ডালিম ও আবদুস সাত্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

গাংনী উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণসংযোগ কর্মসূচি চলাকালে তারা এই সিদ্ধান্তের ঘোষণা দেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

যোগদান অনুষ্ঠানে নাজমুল হুদা নবাগতদের ফুল দিয়ে দলে বরণ করে নেন এবং বলেন, “জামায়াতে ইসলামী ন্যায়, ইনসাফ ও জনকল্যাণের রাজনীতি করে। গাংনীতে জনগণের ভালোবাসাই আমাদের শক্তি।”

নতুন যোগদানকারী ডালিম বলেন, “জামায়াতে ইসলামী সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে। আমরা বিশ্বাস করি এই দলই ইনসাফভিত্তিক সমাজ গড়তে পারবে। মৃত্যুর আগ পর্যন্ত এই দলের সাথেই থাকব।”

নেতৃবৃন্দ জানান, মানুষ এখন পরিবর্তন চায় — অন্যায়, দুর্নীতি ও দলীয় স্বার্থের রাজনীতি থেকে মুক্তি চায়। জামায়াতে ইসলামী সেই ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *